দয়াবান হও হে মানুষ
দয়া ছাড়া আর কিছুই থাকবেনা
প্রেমময় হও
প্রেম ছাড়া সবই মুছে যাবে
হে মানুষ তুমি কি জানো
প্রেমের কারণেই তোমার সৃষ্টি
তুমি কি নিজেকে চিনতে পারো
তুমি আসলেই কে?
যদি জানতে তাহলে তুমি
সৃষ্টির রহস্য সাগরে ডুব দিতে
তুমিতো জানো না
তোমার রহস্য কি?
রহস্য
May 25, 2018 by writerershad