জাতীয় প্রেসক্লাবের কবিতাপত্র একটি কবিতা আন্দোলন। এ আন্দোলন শুরু হয়েছে ২০০২ সালে। আজ এর ১৩ বছর পার হতে চললো। আগামী কাল কবিতাপত্রের ১৪ বছরের যাত্রা শুরু করবে। ইতোমধ্যেই কবিতাপত্রের কবিরা জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছেন। অনেকেই আগে থেকেই দেশের কবিতা জগতে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। আমাদের কবিতা আন্দোলন সারা দেশেই পরিচিতি লাভ করেছে। আপনারা সকলেই কবিতাপত্রের সম্পাদক কেজি মোস্তফাকে ভাল করেই চিনেন। তিনি দেশ বরেণ্য একজন কবি ও গীতিকার। ১৩ বছর ধরে তিনি অকাতর পরিশ্রম করে কবিতাপত্রের সম্পাদনা করে আসছেন। এজন্যে তিনি কখনই কোন ওজর আপত্তি করেন। কবিতাপত্র পরিষদ ও ক্লাবের কবিগণ এজন্যে কেজি ভাইয়ের কাছে ঋণী।
বিগত বছর গুলোতে আমরা কবিতাপত্রের বর্ষপূর্তি উত্সব ধুমধাম করে পালন করেছি। এবার সে রকম কিছু করতে পারছিনা বলে নিজের কাছে খুবই খারাপ লাগছে। আর্থিক কারণে আমরা ধুমধাম করার উদ্দ্যোগ নিতে পারিনি। এর আগে জাতীয় পর্যায়ের বহু প্রতিষ্ঠান আমার উত্সবের স্পন্সর হিসাবে এগিয়ে এসেছেন। এবার স্পন্সরশীপের ব্যাপারে কারো সাথে আলোচনা করার মতো সুযোগ পাইনি। কবিতাপত্রের মাসিক অনুষ্ঠানে অনেক অতিথি নিয়মিত অংশ গ্রহণ করেন। এতে আমরা আনন্দিত। অতিথিদের আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করছি, আগামীতে অতিথিরা আরও ব্যাপক হারে অংশ গ্রহণ করবেন।
কবিতাপত্রের জন্ম লগ্ন থেকেই জাতীয় প্রেসক্লাব আমাদের সাহাযা ও সহযোগিতা দিয়ে আসছেন। কবিতাপত্র পরিষদ জাতীয় প্রেসক্লাব কতৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে। জাতীয় প্রেসক্লাবের কবিতা আন্দোলন দীর্ঘজীবী হোক। জয় হোক, কবিতার জয় হোক।
এরশাদ মজুমদার
সভাপতি, কবিতাপত্র পরিষদ, জাতীয় প্রেসক্লাব
৩১শে ডিসেম্বর, ২০১৫