1.
I am not a performing religious person in truest sense. But I am not a God fearing person. I am a God loving person. Really I am in love with my creator. I know God has not created me out of anger. He created me out of love. He created me after everything He crteated on this planet. One day He had a look on a miracle mirror and fell in love with His own image. So finally He decided to create me out of His own image. So I am here. I shall return to Him when my time on this planet will be over. One day a messanger ( feresta) of God will come to me to take back THE RUH God has given me. RUH belogs to God. This body clay belogs to the earth. I am no where and I am no body. The RUH will be stored in the world of RUH( Alme Arwan) till the day of judgement.
২।
আমি খোদাকে ভয় করিনা। কারণ আমি খোদাকে খুবই ভালবাসি। আমি জানি খোদা রাগ করে বা ক্ষেপে গিয়ে আমাকে সৃস্টি করেন নি। দুনিয়া খুবই বাজে জায়গা। এখানে ভুল ভ্রান্তি হতেই পারে। মানুষের ভুল হওয়া খুবই স্বাভাবিক। তার উপরে লেগে রয়েছে এক মহা শয়তান। দিনরাত তার জ্বালা। দিনরাত তার ফুসলানি। সংসার আরেক মায়াময় জিনিস। যা মানুষকে দুনিয়া পাগল করে রাখে। যদিও খোদা বলেছেন যে, আমাকে বেশী ভালবাস। কিন্তু পারি কই। খোদার নিয় কানুন খুবই সহজ তবুও সেই নিয়ম পালন করতে পারিনা। তাইতো সব সময় খোদার কাছে ক্ষমা প্রার্থনা করি। বলি তুমি ছাড়াতো আমার কেউ নেই।তুমিতো ভাল করেই জানো আমার মন ও হৃদয়ের কথা। তুমি ক্ষমা না করলে আমাকে আর কে ক্ষমা করবে? তুমি আমাকে আগুন থেকে রক্ষা করো। যাকে তুমি ভালবেসে সৃস্টি করেছো তাকে শাস্তি দিয়ে তোমার কি লাভ? ক্ষমা করো , ক্ষমা করো।
You must be logged in to post a comment.